পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

4.1/5 - (105 votes)

পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২৪ সার্কুলার

পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি (Poribar Porikolpona Job Circular) কর্তৃপক্ষ হতে ৩১ জুলাই ২০২৪ ইং প্রকাশ হয়েছে।

পরিবার পরিকল্পনা মোট ১৩২ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ী ভাবে ০১টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে।

অনলাইনে https://dghs.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম (Application Form) পূরণ করা লাগবে।

অনলাইনে আবেদন চলবে ৩১ জুলাই ২০২৪ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ও শেষ হবে ১৮ আগস্ট ২০২৪ ইং বিকেল ৫:০০ ঘটিকায়।

নিচে পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২৪ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সার্কুলারের গুরুত্বপূর্ণ তারিখ, ও সময়


প্রকাশের তারিখ: ৩১ জুলাই ২০২৪ ইং।

আবেদন করার শুরুর তারিখ: ৩১ জুলাই ২০২৪ ইং সকাল ১০:০০ ঘটিকা।

আবেদন করার শেষ তারিখ: ১৮ আগস্ট ২০২৪ ইং বিকেল ০৪:০০ ঘটিকা।


সার্কুলারে মোট শূন্য পদ

পরিবার পরিকল্পনা মোট ০১টি জব ক্যাটাগরি পদে ৩২ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দিবে।


পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২৪ সার্কুলার

শর্ত সাপেক্ষে ০১টি  জব ক্যাটাগরিতে ৩২ জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য পরিবার পরিকল্পনা আহবান করেছে।

পরিবার পরিকল্পনা চাকরিতে আবেদন করার ১ম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২৪ সার্কুলার এ শুধুমাত্র বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে  ও ৩০ (ত্রিশ) বৎসরের মধ্যে (কোটা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ১৮ বৎসর ও সর্বোচ্চ ৩২ বৎসর) নারী ও পুরুষ (Female & Male)  শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে।

পরিবার পরিকল্পনা চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন (Salary) তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা (Experience) প্রয়োজন নেই পদের চাইতে।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী পরিবার পরিকল্পনা চাকরির বেতন প্রদান করা হবে। চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে (Salary Scale) নিয়োগ প্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবে।

পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২৪

পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২৪ এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। পরিবার পরিকল্পনা চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময় ব্যাপী। এই সময়ের মধ্যে https://dghs.teletalk.com.bd প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে।

পরিবার পরিকল্পনা চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ০২টি এসএমএস (SMS) এর মাধ্যমে আবেদন ফি (Application Fee) — টাকা + ২৩ টাকা চার্জ বাবদ মোট —/- টাকা পরিশোধ করতে হবে।

অনলাইনে পরিবার পরিকল্পনা চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে। কোনভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত পরিবার পরিকল্পনা চাকরির আবেদন সম্পন্ন হবে না।

আমরা আরো পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর গুরুত্বপূর্ণ তথ্য নিচের টেবিলে প্রকাশ করেছি।

Poribar Porikolpona Job Circular 2024

নিয়োগকর্তার/সংস্থার নাম পরিবার পরিকল্পনা।
নিয়োগকর্তার/সংস্থার ধরন সরকারি
চাকরির ধরন কি? সরকারি চাকরি
চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি। (Permanent Govt Job)
জব ক্যাটাগরি ০১টি।
মোট লোক সংখ্যা ৩২ জন।
শিক্ষাগত যোগ্যতা ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারী পরীক্ষায় পাস এবং বিএনএমসি (BNMC) কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হওয়া লাগবে।
লিঙ্গ নারী ও পুরুষ।
অভিজ্ঞতার কতটুকু লাগবে? নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।
বয়স সীমা কতটুকু ১৮ আগস্ট ২০২৪ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বৎসর লাগবে, ও কোটা প্রার্থীর বয়স লাগবে ১৮ থেকে ৩২ বৎসর।
বেতন গ্রেড ৩০,০০০/- টাকা
আবেদন করার পদ্ধতি/ধরন অনলাইনে https://dghs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে
আবেদন ফি কত লাগবে? চাকরির বিজ্ঞপ্তিতে দেখুন
ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ‍SMS এর মাধ্যমে
প্রকাশের তারিখ ৩১ জুলাই ২০২৪ ইং।
আবেদন শুরুর দিন ৩১ জুলাই ২০২৪ ইং সকাল ১০:০০ ঘটিকা।
আবেদনের শেষ দিন ৩০ আগস্ট ২০২৪ ইং বিকেল ০৫:০০ ঘটিকা।
কর্তৃপক্ষের ওয়েবসাইট https://dghs.gov.bd

পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিসিয়াল ইমেজ/PDF

পরিবার পরিকল্পনা চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি ইমেজ পড়তে হবে।

আপনার জন্য আমরা নিচে পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২৪ সার্কুলার অফিশিয়াল ইমেজ প্রকাশ করেছি। অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বেই এই চাকরির সম্পর্কিত সকল তথ্য এই পরিবার পরিকল্পনা জব সার্কুলার ইমেজ থেকে জেনে নিন।

আপনি আরো চাকরির খবর দেখতে পারেন।



প্রকাশের সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ৩১ জুলাই ২০২৪ ইং।

আবেদন করার ধরন: সরাসরি/ডাকযোগে।

আবেদন শেষ দিন ও সময়: ১৮ আগস্ট ২০২৪ ইং বিকেল ০৫:০০ ঘটিকা।

প্রকাশের সূত্র: দৈনিক অবজারভার বিডি, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং।

আবেদন করার ধরন: অনলাইন।

আবেদন শুরুর দিন ও সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং সকাল ১০:০০ ঘটিকা।

আবেদন শেষ দিন ও সময়: ১৯ মার্চ ২০২৪ ইং বিকেল ০৪:০০ ঘটিকা।

অনলাইনে আবেদন ওয়েবসাইট: http://csbagerhat.teletalk.com.bd

প্রকাশের সূত্র: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, দৈনিক সমকাল।

আবেদন করার ধরন: অনলাইন।

আবেদন শুরুর দিন ও সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ইং সকাল ১০:০০ ঘটিকা।

আবেদন শেষ দিন ও সময়: ০৫ মার্চ ২০২৪ ইং বিকেল ০৪:০০ ঘটিকা।

অনলাইনে আবেদন ওয়েবসাইট: http://cspabna.teletalk.com.bd

আরো চাকরির খবর দেখুন…



পরিবার পরিকল্পনা চাকরির আবেদন করার পদ্ধতি

সকল যোগ্যতা সম্পন্ন নাগরিককে অনলাইনে https://dghs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে যোগ্যতা অনুযায়ী চাকরির পদে আবেদন করতে হবে। এছাড়াও অনলাইনে চাকরির আবেদন করার পরবর্তী সময়ের ৭২ ঘণ্টার মধ্যেই টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে চাকরির আবেদন ফি জমা দিয়ে দিতে হবে।

অনলাইনে চাকরির আবেদন করার নিয়ম

  • https://dghs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • “Application Form” লেখাতে ক্লিক করুন।
  • এখন, পরিবার পরিকল্পনা চাকরির পদ বেছে নিন।
  • এখন আপনাকে “Yes” অথবা “No” এ ক্লিক দিতে হবে। আপনি যদি All Jobs Teletalk এর প্রিমিয়াম মেম্বার হন তাহলে “Yes” এ ক্লিক দিবেন, আর যদি না হন তাহলে “No” এ ক্লিক দিবেন।
  • এখন সঠিক তথ্য দিয়ে চাকরির আবেদন পত্র ভরাট করুন।
  • এখন “Next” বাটনে ক্লিক করুন, পরবর্তী ধাপে যেতে।
  • এখন, আপনাকে পরিষ্কার ছবি ও সিগনেচার পিকচার আপলোড করুন। (ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb, সিগনেচারের সাইজ সর্বোচ্চ ৬০ kb লাগবে)
  • সর্বশেষ, “Submit” বাটনে ক্লিক করুন।
  • আবেদন ফরমটি (Application Form) প্রিন্ট করে নিন, পরবর্তীতে কাজে লাগবে।

পরিবার পরিকল্পনা চাকরির আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতির

Applicant’s copy তে User ID নম্বর দেওয়া থাকবে উক্ত User ID নম্বর ব্যবহার করে ব্যবহার করে প্রার্থী নিম্নোক্তভাবে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল (Teletalk Pre-Paid Mobile Number) নম্বর ব্যবহার করে ০২টি (SMS) এর মাধ্যমে চাকরির পদের জন্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টেলিটক এর সার্ভিস চার্জ ২৩ টাকা সহ মোট ২২৩ টাকা অনলাইনে চাকরির আবেদন পত্র পূরণ করার পর ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

SMS প্রেরণের নিয়মাবলী ও ফি প্রদান

প্রথম SMS: DGHS <স্পেস> ইউজার আইডি টাইপ করে পাঠাতে হব 16222 নম্বরে।

উদাহারন: DGHS DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।

দ্বিতীয় SMS: DGHS <স্পেস> Yes <স্পেস>Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

উদাহারন: DGHS Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

Reply Message: Congratulations applicant’s name, Payment completed successfully for DGHS application for the post of xxxxxxxxxx user ID is (DEFABC) and password (xxxxxxx)

আপনার প্রাপ্ত ইউজার নেম (User Name) ও পাসওয়ার্ড (Password) মনে রাখতে হবে বা ভালো করে সংরক্ষণ করতে হবে। কেননা পরবর্তী সময় যখন চাকরির এডমিট কার্ড (Admit Card) প্রকাশিত হবে তখন উক্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে অফিসিয়াল চাকরির আবেদন ওয়েবসাইট থেকে এডমিট কার্ড (Admit Card) সংগ্রহ করতে হবে।

যদি আপনি পরিবার পরিকল্পনা চাকরির অনলাইনে আবেদনের (User Name) বা পাসওয়ার্ড (Password) ভুলে যান তাহলে নিজের দেওয়া পদ্ধতি অনুসরণ করে খুব সহজে শুধুমাত্র Teletalk প্রি-পেইড মোবাইল ফোন থেকে ভুলে যাওয়া (User Name) বা পাসওয়ার্ড (Password) পুনরুদ্ধার করতে পারবেন।

(১) যদি User ID জানা থাকে,

DGHS <space> HELP <space> USER <space> User ID & send to 16222..

Example: DGHS HELP USER ABCDEF

(২) যদি PIN Number জানা থাকে

DGHS <space> HELP <space> PIN <space> PIN Number & send to 16222. Example: DGHS HELP PIN 87654321

পরামর্শ/সহযোগিতা


পরিবার পরিকল্পনা চাকরির সম্পর্কিত আবেদন নিয়ে যেকোনো সমস্যার সম্মুখীন হলে নিচের দেওয়া ইমেইল, ফোন নাম্বার, ফেসবুক পেইজ এ যোগাযোগ করুন। তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name: DGHS. Post Name: *** Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।

  1.  টেলিটক নাম্বার থেকে ১২১ নাম্বারে ফোন করুন।
  2. ইমেইল করতে পারেন [email protected] তে।
  3. এই Facebook পেজে http://www.facebook.com/alljobsbd মেসেজ করতে পারেন।

সতর্ক হোন


প্রার্থীর আবেদনপত্রে কোন ভুল তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় কোন তথ্য লুকিয়ে রাখলে, দুর্নীতির আশ্রয় নিলে, ভুল তথ্য দিয়ে একাধিক আবেদনপত্র পূরণ করলে, চাকরির পরীক্ষার সময় দুর্ব্যবহার করলে, কর্তৃপক্ষ/পরিবার পরিকল্পনা চাকরির আবেদন বাতিল বলে গণ্য করবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিবে।


পরিবার পরিকল্পনা চাকরির পরীক্ষা

পরিবার পরিকল্পনা চাকরির পরীক্ষা দেওয়া ব্যতীত কর্তৃপক্ষ আপনাকে চাকরির জন্য মনোনয়ন করবে না। সাধারণত পরিবার পরিকল্পনা চাকরির পরীক্ষা ০৩টি ধাপে হয়ে থাকে। নিচে ধাপ ০৩টি উল্লেখ করা হলো:

  1. লিখিত পরীক্ষা। (Written Exam)
  2. মৌখিক পরীক্ষা (Oral Exam)
  3. কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা (Computer Skills Test)

পরিবার পরিকল্পনা চাকরির পরীক্ষার সময়, ও প্রবেশপত্র

পরিবার পরিকল্পনা চাকরির প্রবেশপত্র পেতে আপনাকে অবশ্যই http://dghs.teletalk.com.bd প্রবেশ করতে হবে। প্রবেশপত্র প্রকাশিত হলে আপনার চাকরির আবেদনপত্র দেওয়া মোবাইল নাম্বার (Mobile Number) বা ইমেল এড্রেসে কর্তৃপক্ষ ইমেইল বা মেসেজ (Message) করে জানিয়ে দেবে।

এজন্য আবেদনপত্র দেওয়া মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস (Email Address) সব সময় সচল রাখুন এবং প্রতিনিয়ত মেসেজগুলো চেক করুন। কেননা পরবর্তীতে প্রাপ্ত মেসেজ/ইমেইল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

পরিবার পরিকল্পনা চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী

পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২৪ এ চাকরি পাওয়ার জন্য অবশ্যই মৌখিক পরীক্ষা দিতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা (পদ অনুযায়ী) কেবল মাত্র উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার (Oral Examination) জন্য নির্বাচিত হবে।

মৌখিক পরীক্ষায় নিম্নলিখিত কাগজপত্রের (Documents) মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। কেননা কর্তৃপক্ষ চাকরি দেওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্র গুলো যাচাই করবে।

  • মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশপত্র (Admit Card)।
  • সকল শিক্ষাগত যোগ্যতার (Educational Certificate) সনদের সত্যায়িত কপি।
  • প্রয়োজনে ক্ষেত্রে কম্পিউটার (Computer) জ্ঞানের সমর্থনে সনদের সত্যায়িত কপি।
  • চাকরির আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয় সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র /সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যু কৃত (নিজ জেলা/গ্রাম উল্লেখকরত:) তো জাতীয় সনদের মূল/ সত্যায়িত কপি।
  • প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
  • প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার (Freedom fighter/martyr freedom fighter) পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদ।
  • Online-এ পূরণকৃত পরিবার পরিকল্পনা চাকরি আবেদনপত্রের কপি।

সতর্কতা


এই চাকরি পাওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যদি আপনি পরিবার পরিকল্পনা চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন এর জন্য আমাদের ওয়েবসাইট https://bdgovt.info বা পরিবার পরিকল্পনা এর জন্য কোন দায়ভার গ্রহণ করবে না।

আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে ও পরিশ্রমি হন অর্থাৎ আপনি চেষ্টা করলে আপনার কপালে/ভাগ্যে থাকলে এই সরকারি চাকরি আপনি পেয়ে যাবেন। এতে কোনোভাবেই আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।


কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন/সাহায্য নিন

  • কর্তৃপক্ষের ইমেইল:
  • কর্তৃপক্ষের ফেসবুক পেইজ:
  • কর্তৃপক্ষের মোবাইল নাম্বার:
  • কর্তৃপক্ষের ঠিকানা: PCH5+HF8, আব্দুল গণি Rd, ঢাকা 1000।
  • কর্তৃপক্ষের ওয়েবসাইট: https://www.mohfw.portal.gov.bd

সময় থাকতে পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর চাকরির জন্য আবেদন সেরে ফেলুন। কেননা পরবর্তী সময়ে হয়তোবা চাকরি আবেদনের সময় নিয়ে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন।

তাই চাকরির আবেদন সময় নিয়ে ঝামেলায় না পড়ার জন্য চাকরিতে আবেদনের সময়সীমার কয়েকদিন পূর্বে চাকরির আবেদন করে নিন।

পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২৪ সার্কুলার এর যে কোন আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরি ক্যাটাগরি ভিজিট করতে পারেন। আমরা পরিবার পরিকল্পনা চাকরির সম্পর্কিত সকল আপডেট খবর এই ক্যাটাগরিতে সংযুক্ত করি।

Leave a Comment