এয়ার এস্ট্রা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Air Astra Job Circular 2024

4.5/5 - (6 votes)

এয়ার এস্ট্রা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

এয়ার এস্ট্রা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Air Astra Job Circular 2024) প্রকাশিত হয়েছে। এয়ার এস্ট্রা মোট — জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে ০১টি চাকরির ক্যাটাগরি পদে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।

আবেদনকারীকে অনলাইনে এয়ার এস্ট্রা চাকরির কাঙ্খিত আবেদন ০৬ মার্চ ২০২৪ ইং এর মধ্যে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের (National ID Card) তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি (Signature Photo) দিয়ে সম্পন্ন করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ, ও সময়


প্রকাশের তারিখ: ০১ মার্চ ২০২৪ ইং।

আবেদন করার শুরুর তারিখ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং।

আবেদন করার শেষ তারিখ: ০৬ মার্চ ২০২৪ ইং।


মোট শূন্য পদ

এয়ার এস্ট্রা এই চলমান সার্কুলারে মাধ্যমে মোট ০১টি ক্যাটাগরি পদে — জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে নিয়োগ দিবে।

এয়ার এস্ট্রা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

শর্ত সাপেক্ষে এ্যভিয়েশন সিকিউরিটি (সুপারভাইজার/ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট) পদে — জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য এয়ার এস্ট্রা আহবান করেছে।

এয়ার এস্ট্রা চাকরিতে আবেদন করার ১ম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

এয়ার এস্ট্রা নিয়োগ ২০২৪ এ শুধুমাত্র বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে নারী ও পুরুষ (Female & Male)  শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে।

এয়ার এস্ট্রা চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন (Salary) তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা (Experience) প্রয়োজন নেই পদের চাইতে।

এয়ার এস্ট্রা নিয়োগ ২০২৪

এয়ার এস্ট্রা নিয়োগ ২০২৪ এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। এই এয়ার এস্ট্রা চাকরিতে আবেদনপত্র দেওয়া কোন তথ্য যাতে ভুল না হয় এদিকে খেয়াল রেখে সঠিকভাবে আবেদন সম্পন্ন করতে হবে। কেননা এয়ার এস্ট্রা চাকরির মনোনয়ন পেতে অবশ্যেই সঠিকভাবে আবেদন করা লাগবে।

এয়ার এস্ট্রা চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময় ব্যাপী। এই সময়ের মধ্যে https://airastra.com ওয়েবসাইটে প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে।

আমরা আরো এয়ার এস্ট্রা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর গুরুত্বপূর্ণ তথ্য নিচের টেবিলে প্রকাশ করেছি।

Air Astra Job Circular 2024

নিয়োগকর্তার নাম এয়ার এস্ট্রা।
নিয়োগকর্তার ধরন প্রাইভেট কোম্পানী।
চাকরির ধরন কি? প্রাইভেট চাকরি
মোট ক্যাটাগরির সংখ্যা ০১টি।
মোট লোক সংখ্যা কর্তৃপক্ষ নির্দিষ্ট করেনি।
শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং-এ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)।
কারা আবেদন করতে পারবে? নারী ও পুরুষ।
অভিজ্ঞতার কতটুকু লাগবে? নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।
আবেদনের বয়স-সীমা ন্যূনতম ১৮ বৎসর হতে হবে। (জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন অনুযায়ী)
মাসিক বেতন কত?
আবেদন করার পদ্ধতি/ধরন অনলাইন।
প্রকাশের তারিখ ০১ মার্চ ২০২৪ ইং। (আমাদের সাইটে)
আবেদন শুরুর দিন ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং।
আবেদনের শেষ দিন ০৬ মার্চ ২০২৪ ইং
কর্তৃপক্ষের ওয়েবসাইট https://airastra.com

এয়ার এস্ট্রা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিসিয়াল ইমেজ/PDF

এয়ার এস্ট্রা চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি ইমেজ পড়তে হবে।

আপনার জন্য আমরা নিচে এয়ার এস্ট্রা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অফিশিয়াল ইমেজ প্রকাশ করেছি। অবশ্যই চাকরিতে আবেদন করার পূর্বেই এই চাকরির সম্পর্কিত সকল তথ্য এই এয়ার এস্ট্রা জব সার্কুলার ইমেজ থেকে জেনে নিন।

আপনি আরো চাকরির খবর।



প্রকাশের সূত্র: বিডি জব, ০১ মার্চ ২০২৪ ইং।

আবেদন করার পদ্ধতি: অনলাইন।

আবেদনের শেষ দিন: ০৬ মার্চ ২০২৪ ইং।

আরো চাকরির খবর।



এয়ার এস্ট্রা চাকরির আবেদন করার পদ্ধতি

এয়ার এস্ট্রা তাদের চাকরির আবেদনপত্র অনলাইন ব্যতীত গ্রহণ করবে না। সেজন্য অবশ্যই আপনাকে নিচের দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে চাকরির আবেদন করতে হবে।

নোট: সঠিকভাবে এয়ার এস্ট্রা চাকরির আবেদন করার জন্য আপনাকে নিচের দেওয়ার নিয়ম নির্ভুলভাবে অনুসরণ করতে হবে। কেননা সঠিকভাবে চাকরির আবেদন করতে না পারলে কর্তৃপক্ষ আপনার চাকরির আবেদন গ্রহণ করবেনা।

অনলাইনে এয়ার এস্ট্রা চাকরির আবেদন করার নিয়ম

  • সর্বপ্রথম https://airastra.com ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • এখন “Apply Now” এ ক্লিক করুন।
  • এয়ার এস্ট্রা এ আপনার একাউন্ট থাকলে লগইন করে নিন।
  • যদি একাউন্ট না থাকে তাহলে নতুন করে বিস্তারিত  তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
  • এখন আপনাকে সঠিকভাবে এয়ার এস্ট্রা চাকরির আবেদন ফরম পূরণ করতে হবে।
  • মনোযোগ দিয়ে চাকরির আবেদন ফরমে দেওয়া সকল তথ্য দেখে নিন।
  • সর্বশেষ, চাকরির আবেদনপত্র জমা দেওয়ার জন্য “Submit” ক্লিক করতে হবে।

পরামর্শ


এয়ার এস্ট্রা চাকরির আবেদন সম্পর্কিত যেকোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনি আমাদেরকে যোগাযোগ পেজের মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনার সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। এছাড়াও আপনি কর্তৃপক্ষকে তাদের অফিসিয়াল ইমেইলে মেইল করে জানাতে পারেন।


এয়ার এস্ট্রা চাকরির পরীক্ষা/সাক্ষাৎকার

আপনাকে এ জনপ্রিয় প্রাইভেট চাকরি পেতে এয়ার এস্ট্রা চাকরির পরীক্ষা/সাক্ষাৎকার দিতে হবে। এয়ার এস্ট্রা চাকরির লিখিত/মৌখিক পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র চাকরির আবেদন পত্রে বা সিভিতে দেওয়া মোবাইল নাম্বার বা ইমেল এড্রেসের মাধ্যমে চাকরিপ্রার্থীকে জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও এয়ার এস্ট্রা চাকরির সম্পর্কিত যে কোন আপডেট খবর এয়ার এস্ট্রা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই এয়ার এস্ট্রা চাকরির সম্পর্কিত যে কোন আপডেট খবর পেতে আপনি এয়ার এস্ট্রা অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

সতর্কতা


এই চাকরি পাওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যদি আপনি এয়ার এস্ট্রা চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন এর জন্য আমাদের ওয়েবসাইট https://bdgovt.info বা এয়ার এস্ট্রা এর জন্য কোন দায়ভার গ্রহণ করবে না।

আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে ও পরিশ্রমি হন অর্থাৎ আপনি চেষ্টা করলে আপনার কপালে/ভাগ্যে থাকলে এই সরকারি চাকরি আপনি পেয়ে যাবেন। এতে কোনোভাবেই আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।


কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন/সাহায্য নিন

  • কর্তৃপক্ষের ইমেইল: [email protected]
  • কর্তৃপক্ষের ফেসবুক পেইজ: https://www.facebook.com/airastra
  • কর্তৃপক্ষের মোবাইল নাম্বার: +88096 131 13607
  • কর্তৃপক্ষের ঠিকানা: এস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড সিয়াম টাওয়ার, লেভেল-৬, প্লট #15 ঢাকা-ময়মনসিংহ রোড, সেক্টর #3, উত্তরা ঢাকা 1230।
  • কর্তৃপক্ষের ওয়েবসাইট: https://airastra.com/contact-us

সময় থাকতে এয়ার এস্ট্রা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর চাকরির জন্য আবেদন সেরে ফেলুন। কেননা পরবর্তী সময়ে হয়তোবা চাকরি আবেদনের সময় নিয়ে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন।

তাই চাকরির আবেদন সময় নিয়ে ঝামেলায় না পড়ার জন্য চাকরিতে আবেদনের সময়সীমার কয়েকদিন পূর্বে চাকরির আবেদন করে নিন।

এয়ার এস্ট্রা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর যে কোন আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে প্রাইভেট চাকরি ক্যাটাগরি ভিজিট করতে পারেন। আমরা এয়ার এস্ট্রা চাকরির সম্পর্কিত সকল আপডেট খবর এই ক্যাটাগরিতে সংযুক্ত করি।

Leave a Comment